বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনুর হত্যায় ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য চেয়ে রিট

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহার তনু হত্যাকাণ্ডের বিষয়ে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাদী হয়ে এই রিট আবেদনটি দায়ের করে।

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবীরা।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর পক্ষে শুনানি করবেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আসকের আইনজীবী জেড আই খান পান্না।

তিনি বলেন, তনু হত্যার বিষয়ে দুটি ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনে সিআইডির তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে এবং ক্যান্টমেন্ট বোর্ডের বক্তব্য চাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, লাশের ময়না প্রতিবেদন ছাড়া তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন না। কেন ময়না তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না সেই বিষয়ে ব্যাখ্যা তলব কর জানার জন্য আবেদন জানিয়েছি।

এছাড়া প্রথম ময়নাতদন্ত রিপোর্ট ভুল তথ্য দাখিল করায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

ঘটনার পর র্যাব কর্তৃক ভিকটিম ছাত্রীর বাবা-মাকে তাদের গ্রামের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ক্যান্টনমেন্টের অতিথিশালায় রাখার কারণ জানাতে র্যাবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া তনুর মরদেহ যেখানে পড়েছিল সেই জায়গার মাটি কেন সরিয়ে ফেলা হল এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে র্যাব ও ক্যান্টনমেন্ট বোর্ডের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনটির ওপর মঙ্গলবার সম্ভব হলে শুনানি করা হবে। আর তা না হলে আগামী রোববার শুনানি হবে বলে জানান এই আইনজীবী।

গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। ওই ময়না তদন্তের রিপোর্টে তাকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পরে ২৮ মার্চ আদালত নির্দেশ দেন তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করার।

এরই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ির কবরস্থান থেকে উত্তোলন করা হয়। এরই মধ্যে সিআইডি ডিএনএ টেস্ট করে তনুকে তিনজন মিলে ধর্ষণের আলামত পায়। কিন্তু দ্বিতীয় ময়না তদন্তের পর ৫৯ দিন পার হলেও ওই প্রতিবেদন প্রকাশ করেনি মেডিকেল বোর্ড।

ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডেরর চিকিৎসকরা বলেছেন, ডিএনএ প্রতিবেদন ছাড়া কোনো অবস্থাতেই তারা ময়নাতদন্ত প্রতিবেদন দেবেন না। এ নিয়ে চিঠি চালাচালি চলছে মেডিকেল বোর্ড ও মামলার তদন্তকারী সংস্থা সিআইডির মধ্যে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও আবেদনে তুলে ধরা হয়েছে। ওই আবেদনের ভিত্তিতে মানবাধিকার সংগঠন আসক রোববার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ