তনু ধর্ষণ-হত্যা রাষ্ট্রে বিচারব্যবস্থার ত্রুটির ফল

ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে দ্রুততর আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা মনে করি সমাজে, রাষ্ট্রে বিচারব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতি, ধীরগতি অপরাধ প্রবণতার সাহস যোগাচ্ছে। একই সাথে আইনের ফাঁকফোকরে অপরাধীরা বের হয়ে আসার সুযোগ পাচ্ছে। ফলে তারা আবারও একই ধরনের অপরাধে উৎসাহিত হচ্ছে।’
তারা বলেন, ‘গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশে অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নারী, শিশু নির্যাতনের ক্রমবর্ধমান মাত্রা যেন দ্রুততর বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ কুমিল্লা সেনানিবাস এলাকায় সুরক্ষিত স্থানে ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান যে নির্মমতার স্বীকার হলেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’
সরকার ও প্রশাসনের কাছে তনুর হত্যায় জড়িতদের দ্রুততর আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানান তারা। বলেন, ‘সব ধরনের অপরাধের বিচার দ্রুততর ও কার্যকর করুন।’
এ সময় তারা তনুর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন