তনু হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ওবায়দুল কাদের!
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই বিচার হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তনু হত্যা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ হত্যাকান্ডের বিচার হতেই হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তনু হত্যার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিচার হবেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ সম্পর্কে মন্ত্রী বলেন, ফোরলেনের কাজ শেষ হয়ে গেছে, ফিনিশিং বাকি আছে। ত্রুটি-বিচ্যুতি আছে কি-না তা দেখা হচ্ছে, একইসঙ্গে ফাইনাল লেয়ারের কাজ চলছে।
তিনি বলেন, ফোরলেন উদ্বোধন বড় কথা নয়, কাজ হওয়া বড় কথা। আগামী মাসেই এই ওভারপাসের একাংশ দিয়ে যানবাহন চলাচল চালু করা হবে। এ মহাসড়কের ওভারপাসগুলোতে যদি কোথাও কাজ নির্দিষ্ট সময়ে না হয়, তাহলে কার্যাদেশ অনুযায়ী সময় আর বৃদ্ধি করা হবে না। ঠিকাদারী প্রতিষ্ঠান ফোরলেনের কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সে সময় ফোরলেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-১ দিদারুল আলম তরফদার, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সড়ক ও জনপদ বিভাগ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামসহ সওজ ও ফোরলেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন