মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যার বিচারের দাবিতে আগামীকাল হরতাল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার এবং সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ২৫ এপ্রিল সোমবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

রোববার সন্ধ্যায় সংগঠন দুটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০ মার্চ তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়। তনু হত্যার পর থেকে শান্তিপূর্ণভাবে দুই জোটের উদ্যোগে বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। ৭ এপ্রিল তনু হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ হামলা চালায় ও মিছিলে বাধা দেয়। ওই ঘেরাও কর্মসূচি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪টি রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও নারী সংগঠনসমূহ এই হরতালের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে।

তনু হত্যার বিচার চেয়ে ডাকা এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, গীতি আরা নাসরিন, অধ্যাপক এম এম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরুপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মীরা।

হরতাল সফল করতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ শাহবাগ মোড়ে অবস্থান নেবেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, পল্টন মোড়, মৌচাক মার্কেটের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সূত্রাপুর-সদরঘাট এলাকায় হরতাল সফল করতে দুই জোটের কর্মীরা মাঠে থাকবেন।

এছাড়া দেশের সব জেলা ও থানা শহরে হরতাল সফল করতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। রাজনৈতিক দল ও গণসংগঠনসমূহ আগামীকাল হরতালের সমর্থনে মাঠে থাকবে।

বিজ্ঞপ্তিতে জোটের নেতৃবৃন্দ জীবনের নিরাপত্তা ও তনু হত্যার বিচারের দাবিতে হরতালের সমর্থনে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ