তনু হত্যার বিচারের দাবিতে আগামীকাল হরতাল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার এবং সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ২৫ এপ্রিল সোমবার সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
রোববার সন্ধ্যায় সংগঠন দুটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০ মার্চ তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়। তনু হত্যার পর থেকে শান্তিপূর্ণভাবে দুই জোটের উদ্যোগে বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। ৭ এপ্রিল তনু হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ হামলা চালায় ও মিছিলে বাধা দেয়। ওই ঘেরাও কর্মসূচি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। পরে ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪টি রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন ও নারী সংগঠনসমূহ এই হরতালের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
তনু হত্যার বিচার চেয়ে ডাকা এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, গীতি আরা নাসরিন, অধ্যাপক এম এম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরুপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মীরা।
হরতাল সফল করতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ শাহবাগ মোড়ে অবস্থান নেবেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, পল্টন মোড়, মৌচাক মার্কেটের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সূত্রাপুর-সদরঘাট এলাকায় হরতাল সফল করতে দুই জোটের কর্মীরা মাঠে থাকবেন।
এছাড়া দেশের সব জেলা ও থানা শহরে হরতাল সফল করতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। রাজনৈতিক দল ও গণসংগঠনসমূহ আগামীকাল হরতালের সমর্থনে মাঠে থাকবে।
বিজ্ঞপ্তিতে জোটের নেতৃবৃন্দ জীবনের নিরাপত্তা ও তনু হত্যার বিচারের দাবিতে হরতালের সমর্থনে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন