তনু হত্যার বিচার দাবিতে ২৩ এপ্রিল সমাবেশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক মাস পার হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছে সংস্কৃতিকর্মীরা। তনু হত্যার বিচার দাবিতে আগামী ২৩ এপ্রিল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তনু হত্যার বিচার দাবিতে পাঁচ দিনব্যাপী প্রতিবাদী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘আমরা দুঃখ, বেদনা এবং হতাশার সঙ্গে লক্ষ্য করছি, তনু হত্যাকাণ্ডের এখনো কোনো বিচার হয়নি। তদন্তকারীরা এখনো কোনো আশ্বাস দিতে পারেনি যে, তারা এ ঘটনার কোনো ক্লু পেয়েছে।’
তিনি বলেন, ‘এ হত্যার বিচার কোথায় যাচ্ছে আমরা জানি না। এ ঘটনায় দোষিদের গ্রেপ্তার ও বিচার চাই, এর বেশি কিছু আমরা চাই না।’
জেটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বলেন, ‘কেন এসব ঘটনার বিচার দাবি করতে হবে? আমরা রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দেখতে পাই। কিন্তু সামাজিক হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে পাই না। কার ভয়ে, কার চাপে এ দীর্ঘসূত্রিতা? আমরা এসব মানতে চাই না।’
ময়না তদন্তের প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি- তদন্তকারীদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা।
আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ইস্তেকবাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. কবি সামাদ, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নাট্যজন আখতারুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন