মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যা: একটি মেয়ের জীবনের মূল্য কি ২০ হাজার টাকা

কুমিল্লার কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও খাস জমি দেওয়ার আশ্বাসের কঠোর সমালোচনা করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। পাঁচদিন অতিবাহিত হলেও হত্যাকারীদের এখনও আইনের আওতায় আনা হয়নি বলে উদ্বেগ প্রকাশ করছে সমাজের সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, একটি মেয়ের জীবনের মূল্য কি ২০ হাজার টাকা!

তনু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ অনলাইন অ্যাক্টভিস্ট ফোরাম (বোয়াফ), গণসংগীত শিল্পী, ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ ও বাংলাদেশ ছাত্র মৈত্রী।

গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফিরছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এ সময় পথরোধ করে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তার মৃতদেহ পাওয়া যায়।

‘কারা সেই অপরাধী’- এমন প্রশ্ন রেখে মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচদিন পেরিয়ে গেলেও অপরাধীরা গ্রেফতার হচ্ছে না কেন? এ প্রশ্ন এখন সবার। তাই প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

বক্তারা বলেন, কুমিল্লা ক্যান্টনমেন্টের মতো একটি সুরক্ষিত এলাকায় কীভাবে একজন কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হলো, তা এখন সবার কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তারা সোহাগী জাহান তনুর পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও খাস জমি দেওয়ার আশ্বাসের কঠোর সমালোচনা করেন।

প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে তারা বলেন, প্রশাসনের কাজ হচ্ছে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা। বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা করা। কিন্তু তা না করে প্রশাসন টাকা আর জমির লোভ দেখাচ্ছে। ওই ২০ হাজার টাকা কি একটি মেয়ের জীবনের মূল্য হতে পারে?

তনুর মতো নারীদের ধর্ষণের পর হত্যার মহোৎসব বন্ধ করতে না পারলে, বাংলাদেশের অর্জিত সম্মান ম্লান হয়ে যাবে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ সময় তারা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে তনুসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো, বোয়ফের সভাপতি কবির চৌধুরী তন্ময়, কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা