তনু হত্যা: ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
নোয়াখালী: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
সোমবার বেলা ১১টায় শহরের টাউনহল মোড়ে তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা কলেজছাত্রী তনুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অপরদিকে, একই ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে জেলার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা চৌমুহনী চৌরাস্তা এলাকায় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরে নোয়াখালী সরকারি কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন