তনু হত্যা: প্রথম ময়নাতদন্তকারী ও বিভাগীয় প্রধানকে জিজ্ঞাসাবাদ
তনু হত্যার ঘটনায় প্রথম ময়নাতদন্তকারী ও বিভাগের প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা রহস্য উদঘাটনে সিআইডির ডিআইজি মাহবুব মুহসিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক কর্মকর্তারা কুমিল্লা সেনানিবাস পরিদর্শনে যান।
পরিদর্শনের শেষে কুমিল্লা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডি কার্যালয়ে নিহত কলেজ ছাত্রী তনুর মরদেহের প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক, ফরেনসিক বিভাগের প্রভাষক শারমিন সুলতানা ও একই বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহাকে জিজ্ঞাসাবাদ করেন।
দলটি সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে কলেজ ছাত্রী তনু নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগমের সাথে সাক্ষাত করে কথা বলেন।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, আমরা সবার সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।
তদন্ত দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ অতি সত্ত্বর এ ঘটনার রহস্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে তনুর মৃতদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন তনুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
৩১ মার্চ জেলা গোয়েন্দা শাখা থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন