তনু হত্যা মামলার তদন্তে ভালো কাজ হচ্ছে : সিআইডি
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তকাজ ভালোভাবে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
তিনি জানান, আমরা মামলাটির তদন্তকাজ নিয়মিত করে যাচ্ছি। কিন্তু আপডেট দিচ্ছি না। তবে কাজ হচ্ছে। ইনশাআল্লাহ দ্রুত কাজ শেষ করতে পারবো।
রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অনেক সময় তনুর বাবা-মা মিডিয়ার কাছে তদন্তকাজ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। কিন্তু আমরা কিছু বলতে পারি না। আশাকরি, কাজ দ্রুত শেষ করতে পারবো।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের পাশের একটি জঙ্গলে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধারের পরদিন তার বাবা ইয়ার হোসেন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
এরপর পুলিশ ২৫ মার্চ রাতে মামলাটি ডিবিতে হস্তান্তরের পর আদালতের নির্দেশে ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন