তনু হত্যা: রহস্য উদঘাটনের তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন
তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তাগিদ দিয়ে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে টেলিফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির অনুষ্ঠিত সভা চলার সময় ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে কুমিল্লার পুলিশ সুপারকে টেলিফোন করেন।
ফোনে কথা বলার পর পুলিশ সুপার আইন শৃংখলা কমিটির সভায় জানান, এই মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোনে বলেছেন, তনু হত্যার বিষয়ে সরকার কোনো নাটক দেখতে চান না। ঘটনার যেটা প্রকৃত সত্য; সেটা উদঘাটন করতে চাই।
পুলিশ সুপার আরো বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে আমরা সেটা বের করতে চাই।’
আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘সেনানিবাসে গিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে সেনাবাহিনী আমাদেরকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে আগ্রহী আছে।’
সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, মামলার অগ্রগতি বলতে নানা উপাদান সংগ্রহকে বুঝাচ্ছি।
গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউসের কাছের জঙ্গলে পাওয়া যায় সোহাগী জাহান তনুর লাশ। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ চলছে পুরো দেশজুরেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন