তনু হত্যা: রহস্য উদঘাটনের তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন
তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তাগিদ দিয়ে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে টেলিফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির অনুষ্ঠিত সভা চলার সময় ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে কুমিল্লার পুলিশ সুপারকে টেলিফোন করেন।
ফোনে কথা বলার পর পুলিশ সুপার আইন শৃংখলা কমিটির সভায় জানান, এই মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে টেলিফোনে বলেছেন, তনু হত্যার বিষয়ে সরকার কোনো নাটক দেখতে চান না। ঘটনার যেটা প্রকৃত সত্য; সেটা উদঘাটন করতে চাই।
পুলিশ সুপার আরো বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে আমরা সেটা বের করতে চাই।’
আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘সেনানিবাসে গিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের কাছে মনে হয়েছে সেনাবাহিনী আমাদেরকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে আগ্রহী আছে।’
সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, মামলার অগ্রগতি বলতে নানা উপাদান সংগ্রহকে বুঝাচ্ছি।
গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউসের কাছের জঙ্গলে পাওয়া যায় সোহাগী জাহান তনুর লাশ। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ চলছে পুরো দেশজুরেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন