তফসিল ঘোষণার পর পুরো দেশে নির্বাচনী আমেজ
মেয়র পদে দলীয় ও কাউন্সিলর পদে নির্দলীয় নির্বাচন করার কারণে ভোটারদের ওপর প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সেজন্য পুরো নির্বাচনটি একই নিয়মে হলে জটিলতা থাকতো না বলে মনে করেন তারা।
তবে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলেও তা সুষ্ঠুভাবে গ্রহণ করতে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
তফসিল ঘোষণার পরই পুরো দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। বিশেষ করে যে ২৩৪টি পৌরসভায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন সেসব জায়গার প্রার্থীরা ইতিমধ্যেই নিজেদের প্রচারণা শুরু করেছেন।
যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, তাই তারা নির্বাচন গ্রহণের জন্য শতভাগ প্রস্তুত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। তবে দলীয়ভাবে মেয়র নির্বাচন হলেও কাউন্সিলর পদে নির্বাচন হবে নির্দলীয়ভাবে।
যা দ্বিমুখী আচরণ বলে মনে করেন তারা। পাশাপাশি দলীয়ভাবে নির্বাচনের কারণে স্থানীয় প্রশাসনের ওপর অঘোষিত প্রভাব পড়তে পারে বলেও মনে করেন এই দুই বিশ্লেষক।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘এখানে দুই রকম নিয়ম থাকাতে যথেষ্ট বিভ্রান্তি হতে পারে। যদি একই নিয়মে দুইটা নির্বাচন হতো তাহলে মানুষের জন্য সুবিধা হতো।’
এদিকে, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে সেক্ষেত্রে দলগুলোরও নির্বাচনে যাওয়ার জন্য আগ্রহী হতে হবে বলেও মনে করেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন