তবুও ‘নির্ধারিত’ সময়েই হবে তাজিয়া মিছিল
রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। হোসনি দালানের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম তাজিয়া মিছিলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল। তবে এমন ঘটনার পরও তাজিয়ার দ্বিতীয় মিছিলটি নির্ধারিত সময়ে বের হবে।
হোসনি দালান কমিটির সভাপতি ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের দু’টি মিছিল বের হয়। প্রথমটা রাত ২টায়। সেটাতেই এ ঘটনা ঘটেছে। আরেকটা সকাল ১০টায় বের হয়। এবার সেটাকে সাড়ে ১০টায় করা হয়েছে। নিধারিত সময়েই তাজিয়া মিছিল বের হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের ঐতিহ্যের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। ঘটনায় আমার স্তব্ধ, শোকাহত, বিস্মিত।’
ঘটনাস্থল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিল। সকাল ৯টার পর হোসনি দালানের মূল ফটক খুলে দেয়া হয়।
ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষ করেছে। ডিএমপির আইটি বিভাগের কর্মকর্তারাও আছেন।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তার কাছে জানা গেছে, ঘটনাস্থল পুরোটাই সিসি টিভির আওতায় ছিল। ঘটনাটাস্থলেও আলোক স্বল্পতা ছিল না। তাই তারা আশা করছেন, ঘটনায় জড়িতদের শিগগিরই সনাক্ত করা যাবে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে ৫টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এরমধ্যে ৩টা বিস্ফোরিত হয়েছে। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিরীক্ষা করে প্রাথমিকভাবে দেখা গেছে, বোমাগুলো একধরনের সার্কিট দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা। আর ঘটনাস্থলের পাশেই একটি কবরস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বোমা নিক্ষেপ করা হয়েছে।
কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ঘটনায় নিহতের নাম সাজ্জাদ হোসেন সানজু। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আহতদের ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ৩২ জনকে মিটফোর্ট হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে আসা ৭০ জনের মধ্যে নয় জনকে ভর্তি করানো হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। মূলত তারা স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
জানা গেছে, তাজিয়া মিছিলের প্রস্তুতির জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছিলেন। হঠাৎ করে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, তারা যখন দুলদুল ঘোড়ার পা ধুইয়ে দিচ্ছিলেন তখন হঠাৎ করে একটি টিউবলাইট ভেঙে পড়ে। এরপরই চার থেকে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ, র্যাব, সোয়াত ও গোয়েন্দা বাহিনীর কর্মকতারাও উপস্থিত আছেন।
স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমি জেলা প্রশাসকসহ অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎই এ ধরনের ঘটনা। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এর ধিক্কার জানাই।’
হামলার বিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা জঙ্গি হামলা কি না বলা যাবে কিনা তা বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হামলা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন