তবুও হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ!

বৃহস্পতিবার (১১ মে) আদালতের নির্দেশে হঠাৎ স্থগিত করা হয়েছে সদ্য নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। কিন্তু এরইমধ্যে নবনির্বাচিতদের শপথ পাঠের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।
শুক্রবার (১২ মে) তিনি স্পষ্ট ভাষায় জানান, পূর্ব সূচি অনুযায়ী আজ (শুক্রবার) বিকাল ৫টায় নবনির্বাচিতদের নিয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আদালতের রায়ের বিরুদ্ধে না গিয়ে তিনি কাজটি করছেন বলে কাছে দাবি করেন। বলেন, ‘আমরা স্টে অর্ডারটি ভালোভাবে বিশ্লেষণ করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তরের না করার কথা। আমরা ক্ষমতা হস্তান্তর করছি না। আমরা শুধু শপথ পাঠ করাচ্ছি! ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি। এটা গঠনতন্ত্রেই লেখা আছে।’
তার কাছে জানতে চাওয়া হয়, শপথ পাঠ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিনা? তিনি বলেন, ‘না, তা নয়।’
এদিকে বিষয়টি জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলুর কাছে। তিনি
বলেন, ‘আমি শুনেছি, বিকালে এটি হবে। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে চাই না। মূলত আমি বিষয়টি স্পষ্ট নই।’
ঢাকার সিনিয়র সহকারি জজ ২য় আদালতের নির্দেশে গতকাল (১১ মে) এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড এর চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি (গত নির্বাচনের) শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।
উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন