তবে কি ফিরছে চার বছর আগের সেই ম্যাচ?
শেষ পর্যন্ত কি হবে? জিতবে কারা, বাংলাদেশ না শ্রীলঙ্কা? নাকি টেস্ট ড্র হবে? তা জানাবে সময়। তবে যদি দ্বিতীয় দিন পর্যন্ত গল টেস্টের চালচিত্র জানতে চান, তাহলে পিছন ফিরে তাকাতেই হবে।
ঠিক চার বছর আগে এই মাঠে হওয়া সেই ঐতিহাসিক টেস্টের সঙ্গে এখন পর্যন্ত চালচিত্রের পুরোটাই মিল। কী অদ্ভুত! ওই ম্যাচের সঙ্গে এবারের টেস্টের সময়ের দারুন মিল।
২০১৩ সালে গলের এই মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছিল মার্চ মাসে। এবারো স্বাধানীতার মাসে লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে টাইগাররা।
চার বছর আগের ম্যাচ শুরু হয়েছিল মার্চের ৮ তারিখে। এবার শুরু হয়েছে ৭ মার্চ; জাতির জনক ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দিন।
২০১৩ সালের ৮-১২ মার্চ গলের এই মাঠে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে শেষ সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। স্কোরলাইন ছিল এমন : শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৭০/৪ (ডি.), সাঙ্গাকারা ১৪২, থিরিমান্নে ১৫৫, চান্দিমাল ১১৬*, সোহাগ গাজী ৩/১৬১)।
বাংলাদেশ প্রথম ইনিংস ৬৩৮/১০, ১৯৬ ওভার (আশরাফুল ১৯০, মুমিনুল ৫৫, মুশফিকুর রহীম ২০০, নাসির ১০০)। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩৩৫/৪ (ডি.) দিলশান ১২৬, সাঙ্গাকারা ১০৫, মাহমুদউল্লাহ ৩/৭০)। ম্যাচ ড্র।
সবচেয়ে অবাক করার মত বিষয় হলো, ওই টেস্টেও প্রথম ইনিংসে ৫৭০ রান করা লঙ্কানরা প্রথম দিন তুলেছিল ৩ উইকেটে ৩৬১ রান। আর জবাবে ৬৩৮ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে করেছিল ২ উইকেটে ১৩৫।
আর এবার প্রথম দিন রঙ্গনা হেরাথ বাহিনী দিন শেষে রান ছিল ৪ উইকেটে ৩২১। আর আজ দ্বিতীয় দিন শেষে মুশফিক বাহিনীর সংগ্রহ সেই ২ উইকেটে ১৩৩। আজ বুধবার দ্বিতীয় দিন শেষে খেলার চালচিত্র দেখে মনে হচ্ছে চার বছর আগে একই মাঠে হয়ে যাওয়া ম্যাচের ‘রিমেক’ হতে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন