তরুণ ক্রিকেটারদের আরেকটি সাফল্য
‘বড়’রা ব্যর্থ হলেও ‘ছোট’রা সফল! সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারাতে পারেনি। চার ম্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঠিকই হারিয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। টি-টোয়েন্টিতে নয় অবশ্য, ওয়ানডেতে। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের তরুণরা জিতেছে সহজেই, ৬৩ রানে।
এ মাসের মাঝামাঝি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছিল ৭৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষেও নাজমুল বাংলাদেশের জয়ের নায়ক। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাঁর শতকের সুবাদে স্বাগতিকরা পেয়েছে ৯ উইকেটে ২৮৪ রানের লড়াই করার মতো সংগ্রহ।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তৃতীয় ওভারে সাইফ হাসানকে হারালেও পরের ব্যাটসম্যানদের দৃঢ়তা শক্ত জায়গায় পৌঁছে দিয়েছে স্বাগতিকদের। ১০৩ বলে ১০২ রান করা নাজমুলের চমৎকার ইনিংসটা নির্মিত পাঁচটি চার ও একটি ছক্কায়। পাশাপাশি পিনাক ঘোষ (৪৩), মিরাজ (৩৩) আর জয়রাজ শেখের (২৬) দায়িত্বপূর্ণ ব্যাটিং ভালো সংগ্রহ এনে দিয়েছে বাংলাদেশকে। পাঁচ উইকেট নিলেও সে জন্য উইলিয়াম মাশিঙ্গের খরচ ৬৭ রান।
জিম্বাবুয়ের পক্ষেও একজন শতক করেছেন। তবে নাজমুলের চেয়ে ২১ রান বেশি করেও দলকে জয় এনে দিতে পারেননি রায়ান মারে। পুরো ৫০ ওভার খেললেও জিম্বাবুয়ে থেমে গেছে সাত উইকেটে ২২১ রানে। ১২৩ বল খেলে ৯টি চার ও তিনটি ছক্কায় ১২৩ রান করে অপরাজিত ছিলেন মারে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান অক্ষয় প্যাটেলের। ৪৬ রানে দুই উইকেট নিয়েছেন পেসার আবদুল হালিম।
২৭ জানুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ জানুয়ারি চট্টগ্রামেই মিরাজ-নাজমুলদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন