তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্টের শপথ

শপথ নিলেন তাইওয়ানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট তা ইং-ওয়েন। শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত শপথ অনুষ্ঠানে শপথ নেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এই নেত্রী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন চিন চেন জেন। খবর বিবিসির।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে শপথ নেন ৫৯ বছর বয়সী তা ইং-ওয়েন। পরে তা ইংকে রাষ্ট্রীয় সিলমোহর প্রদান করা হয়। শপথ নেয়ার পর প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট মি ইয়াং জু।
ভা্ইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন চিন চেন জেনচীন থেকে তাইওয়ানকে স্বাধীন করার পক্ষে তা ইং-ওয়েনের দল। তাই স্বভাবতই দলটির প্রেসিডেন্ট হওয়ায় তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক আরো শীতল হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
নতুন প্রেসিডেন্ট তা ইং-ওয়েন অবশ্য চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক স্বাভাবিক রাখতেই আগ্রহী। তবে তাইওয়ানের গণতন্ত্রের প্রতিও চীনকে সম্মান প্রদর্শন করতে হবে বলে দাবি তার। চীনের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি দেশের অর্থনীতি স্বাভাবিক রাখা হবে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে তা ইং-ওয়েন তার ভাষণে বলেছেন, তাইওয়ানের জনগণ প্রমাণ করেছে তারা নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী।
এসময় আশপাশের দেশের সঙ্গে শান্তিপূর্ণ উন্নয়ন এবং পারষ্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন