‘তাইজুল পুরো জিন্দালাশ’
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিপাক্ষীক সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করছে। এ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে টাইগাররা।
আর আগে ১০ দিনের ক্যাম্প করে অস্ট্রেলিয়াতে। ক্যাম্প শেষে নিউজিল্যান্ড আসার পর গতকাল সোমবার অনুশীলন ছিলনা টাইগারদের। তাই হাতে ছিল বেশ কিছু সময়ের জন্য অবসর।
তাই অবসরের সময়টা কাজে লাগাতে মাশরাফি-সাকিবরা চলে গেলেন নিউজিল্যান্ডের ওয়াঙ্গেরির রুয়াকাকা বিচে।
আর বিচে সবাই যখন সেলফি তোলায় ব্যস্ত তখন স্পিনার তাইজুল ইসলামকে বিচের এক কোণে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর তখনই সতীর্থ এক ক্রিকেটার তাকে হাসির ছলে বলেন, ‘তাইজুল পুরো জিন্দালাশ। ’
তাসকিন আহমেদের করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, সব ক্রিকেটাররা তাইজুলকে জিন্দালাশ বলতেই আনন্দে মেতে উঠছে। তাইজুলের মন ভালো করার উদ্দেশ্যেই তাদের এই পদক্ষেপ। কালো টি-শার্ট আর নীল থ্রি-কোয়ার্টার পরা এই বাঁ-হাতি স্পিনার সৈকতের বাতাসে খুব বেশি উদাসী হয়ে দাঁড়িয়ে ছিলেন। তাকে এ কারণেও হয়তো কেউ একজন ‘জিন্দালাশ’ বলেন ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন