তাই বলে ৯৫ রানে তিনবার ?

শেষ ছয় ইনিংসে তামিম ইকবালের রান ৬৪, ৪৭, ৬৫, ২৩, ১২৮ ও ৯৫ এভাবে। তিনটা হাফ সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি!
অথচ, তামিমের আরেকটা সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলার দিন ৪৪.৩ ওভারে বাংলাদেশ অল আউট হল মোটে ১৮২ রানে। তামিম ইকবাল বাদে দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন আর কেবল দু’জন – সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
সাকিব ২৯ ও মিরাজ ১৪ রান করেন। লন্ডনের কেনিংটন ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের হয়ে ফাস্ট বোলার মিশেল স্টার্ক নেন চার উইকেট।
টসে জিতে ব্যাট নেওয়ার পর ব্যাটিংয়ের একেবারে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতেই উইকেটের পতন হতে থাকে।
ব্যতিক্রম ছিলেন কেবল তামিম ইকবাল। ১১৪ বল খেলেন। এর মধ্যে ছয়টি চার ও তিন ছক্কায় করেন ৯৫ রান। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
একমাত্র সাকিবের সাথে চতুর্থ উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন। সেটাই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
নার্ভাস নাইনটিজে তামিম এই নিয়ে তিনবার আউট হয়েছেন। আর এই তিনটা ইনিংসই ৯৫ রানের। এটাকে চাইলে নার্ভাস নাইনটি ভাইভ বলে দেওয়া যায়।
এর মধ্যে প্রথমটা ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। দ্বিতীয়টা ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন