তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় চার নেতার অন্যতম এই নেতা। তার জন্মবার্ষিকীতে বিভিন্ন দল ও সংগঠন আজ বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।
জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনীভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তাজউদ্দীন আহমদ স্মৃতি সংসদ। আজ শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১৯৪৩ সালে ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ি হয় তাজউদ্দীনের। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগ গঠনের মূল উদ্যোক্তাদের একজন তিনি। ১৯৬৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশেষ সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন তাজউদ্দীন আহমদ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার মূল দায়িত্ব অর্পিত হয় তার ওপর। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর তাজউদ্দীন আহমদ অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তাজউদ্দীন আহমদকে গৃহবন্দি করা হয়। ৩ নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অপর তিন জাতীয় নেতার সঙ্গে নির্মমভাবে হত্যা করে একটি ঘাতক চক্র।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন