তাদের ‘ঝামেলা আনলিমিটেড’
রহমান সাহেব একজন সাধারণ মানুষ, একটি বাড়ীর মালিক তার সন্তানাদী নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদী না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যান্য, গোধুলী এবং সোবহান এরা এই বাড়ীতে মোটামুটি স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে।
মুলত রহমান সাহেবের তারা লালিত। এই বাড়ীতে তারা বাস করে আর শুধু শুধু একের পর এক ঝামেলা পাকায়। এমন ঝামেলা করে সবাই স্ত্রী শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ী থেকে বেড় করে দিতে চায়। কিন্তু রহমত সাহেব স্ত্রীকে বলে এরাই তো আমাদের সন্তান, এই ছেলে মেয়ে গুলো যাবে কোথায় এরা আছে বলেই তো আমাদের সস্তানের অভাব পুরন হচ্ছে।
বাড়ীতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়। আহসান আলমগীরের রচনায় শামীম জামানের পরিচালনায় এমনই এক গল্প নিয়ে নির্মান করলেন ধারাবাইক নাটক “ঝামেলা আনলিমিটেড’।
নাটকটিতে অভিনয় করেছেন, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশারফ করিম, আখম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমখ।
নাটকটি আরটিভিতে -প্রতি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন