তাবেলার মরদেহ ইতালীয় দূতাবাসের কাছে হস্তান্তর
হত্যাকাণ্ডের ১৬ দিন পর দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালি নাগরিক সিজার তাবেলার মরদেহ আজ বুধবার তার নিজ দেশে নেয়া হচ্ছে। ইতোমধ্যে তার লাশ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দুপুর নাগাদ ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ স্থানান্তর করবে কুরিয়ার সার্ভিস। কার্গো বিমানে তার লাশ নিয়ে যাওয়া হবে ইতালিতে।
আজ বুধবার সকালে ইতালি দূতাবাসের কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখানে তারা লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইতালি দূতাবাস বাংলাদেশ পুলিশকে সিজারের লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ইতালীয় দূতাবাস থেকে ফোন করে সিজারের লাশ দেশে নেওয়ার কথা বলেছেন। এজন্য বুধবার সকাল সাড়ে আটটার দিকে মর্গের সামনে পুলিশ উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে মারা যান সিজার তাবেলা। এর পাঁচদিন পর রংপুরে গুলিতে মারা যান জাপানি নাগরিক হোসি কোনিও। জাপানি নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এজন্য তাকে পরিবারের সম্মতিতে রংপুরেই দাফন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন