তাভেল্লার খুনিরা পুলিশের জালে!
ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে শনাক্ত করলেও তাদের পরিচয় প্রকাশ করতে চাইছে না পুলিশ। তদন্তের স্বার্থেই এই গোপনীয়তা বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাহিনীটি।
তবে বাহিনীটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এরই মধ্যে সন্দেহভাজন তিন জন ধরা পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এ ঘটনায় কারা অর্থের জোগান দিয়েছে, অস্ত্র দিয়েছে, কারা কারা ঘটনার পরিকল্পনা করেছে সে তথ্যও কিছু কিছু পুলিশ-র্যাবের হাতে এসেছে। সময় মতো তা প্রকাশ করা হবে।
তবে এসব তথ্যের বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘শনাক্ত তিনজন যেন ছাড়া না পেয়ে যায়, সে জন্য এই বিষয়ে অকাট্য প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহের কাজ চলছে’।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় খুন হন ইতালির নাগরিক তাভেল্লা সিজার। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটর সাইকেলে করে তিনজন এসে গুলি করে তাকে। এর পর পর ঘটনার তদন্তে নামে সরকারের তিনটি সংস্থা।
প্রায় এক মাসের তদন্ত শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে তাভেল্লা এবং পরে রংপুরে হোশি কুনিওকে হত্যা করা হয়। দুটো খুনই একই সূত্রে গাঁথা বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
সূত্র জানায়, তাবেলা সিজার খুনে একটি রাজনৈতিক সংগঠনের কর্মীরা জড়িত ছিল বলে তথ্য পেয়েছেন তারা। তবে তাদের বিষয়ে আপাতত নাম-ঠিকানা প্রকাশ করতে নারাজ কর্মকর্তারা।
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, তাভেল্লা সিজারের খুনিদের গ্রেপ্তার করে অচিরেই সামনে আনা হবে।ঢাকাটাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন