সেই মোটরসাইকেলটি উদ্ধার
তাভেল্লা হত্যা রহস্য উদঘাটন, কিলিং মিশনের সবাই গ্রেপ্তার
অবশেষে ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যার রহস্য উদঘাটিত হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার পর পরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিজার হত্যা মামলাটির তদন্ত করছিল।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শুটার রুবেল এবং শরিফ। হত্যাকান্ডের এক মাস পর সিজার হত্যা রহস্য বের হয়ে আসলো।
গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজই এই হত্যাকাণ্ডে অংশ নেয়।হত্যাকাণ্ড ঘটিয়ে এরা পালিয়ে যায়।পরে তদন্তের এক পর্যায়ে গোযেন্দা পুলিশের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়। ঘাতকদের শনাক্ত করার পর পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নামে। চলে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান। পরে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এদেরকে একে একে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশের দাবি খুনিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে অংশ নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করার মধ্যদিয়ে ইতালির নাগরিক সিজার হত্যার রহস্য উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে পুলিশ শুরু থেকেই কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছিল।
এই হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সাংবাদিকদেরও এড়িয়ে চলছিল। পর পর ঘটে যাওয়া দুই বিদেশি হত্যার রহস্য উৎঘাটনে মেধাবী গোয়েন্দ কর্মকর্তাদের নিয়োজিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলে আসছিলেন যে আমরা খুব শীঘ্রই এই হত্যার রহস্য উৎঘাটন করবো। একটু অপেক্ষা করুন।
শেষ পর্যন্ত ঘাতক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত মোটরসাইকেলটিও।তবে ঠিক কথন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু বলেননি।অনেকে বলেছেন, কয়েকদিন আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।
এদিকে এ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের এবং খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও হাজির করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন। সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন