তামিমকে ইঙ্গিত করে টুইটারে স্টোকসের হুমকি
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে বাড়তি উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। এর প্রভাব দেখা গেলো সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। প্রথমে মাশরাফি-বাটলারের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ম্যাচ শেষে হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।
শুধু তাই নয়, তামিমকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা গেছে স্টোকসকে। অবশ্য তামিমও ছেড়ে কথা বলেননি, তাকেও কিছু একটা বলতে শোনা গেছে। এদিকে বেন স্টোকস ম্যাচ শেষে এই ইস্যু নিয়ে নিজের টুইটারের পাতায় লিখেছেন, `আজকের জয়ে বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদের আজ সব ডিপার্টমেন্টে হারিয়েছে। কিন্তু আমার দলের কারও সাথে হ্যান্ডশেকের সময় কাঁধে ধাক্কা দিলে সেটা আমি সমর্থন করব না।`
এর আগে তাসকিন সুইংয়ে পরাস্ত হওয়া বাটলার লেগ বিফর আউট হওয়ার পর বুনো উল্লাসে মাতে মাশরাফি-তাসকিনরা। বাদ যাননি সাধারনত শান্তশিষ্ট মাহমুদুল্লাহ রিয়াদও। টাইগারদের উল্লাস সহ্য হয়নি সাজঘরের পথে ফেরা বাটলারের। তাই তো ক্ষেপে গিয়ে টাইগারদের উদ্দেশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করেন বাটলার। পরে আম্পায়ারের হস্তক্ষেপ পরিস্থিত শান্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন