তামিমকে ছাড়াই জিতল মোহামেডান
আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বুধবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সে কারণেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়দের। মোহামেডানকেও খেলতে হয়েছে তাই তামিম ইকবালকে ছাড়া। বাঁহাতি এই ওপেনার না থাকলেও খেলাঘরের বিপক্ষে জয় পেতে কোনও সমস্যা হয়নি মোহামেডানের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমহীন মোহামেডান রকিবুল হাসান ব্যাটে পেয়েছে ৪ উইকেটের জয়।
চতুর্থ রাউন্ডে মাশরাফি-মুশফিকরা খেলার সুযোগ পেলেও তামিম-সাব্বির-সৌম্যরা খেলতে পারেননি তাদের ম্যাচটি বৃহস্পতিবারে হওয়ায়। ম্যাচের আগের রাতেই তারা উড়াল দেন ইংল্যান্ডের উদ্দেশে।
টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর ৪৫.৪ ওভারে অলআউট হয় ১৮৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। এছাড়া তিন নম্বরে নামা অমিত মজুমদারও খেলেছেন ৫৩ রানের ইনিংস।
মোহামেডানের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, আজিম ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।
১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ৩১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রকিবুল হাসান ৯২ বলে খেলেছেন অপরাজিত ৭৬ রানের ইনিংস। জয়ের পথে অবদান রেখেছেন অভিনব মুকুন্দ (৩৫) ও রনি তালুকদার (২৭)।
খেলাঘরের সবচেয়ে সফল বোলার রবিউল, ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন