তামিমকে মিস করবেন মাশরাফি

ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে আগামীকাল (বুধবার) পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের। এ টুর্নামেন্টে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ব্যাংককে থাকায় এ টুর্নামেন্ট খেলছেন না তিনি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তামিমকে মিস করবেন বলে জানান বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে তামিম না থাকলেও ইমরুল-মিঠুন সে ঘটতি পুষিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস রয়েছে অধিনায়কের।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে তামিমকে মিস করবেন কি না জানতে চাইলে মাশরাফি বলেন, ‘অবশ্যই আমরা তামিমকে মিস করবো। এখন ফর্মে আছে সেজন্য না; ও আমাদের সেরা পারফর্মার, সব সময়ই ছিল। সে জায়গা থেকে ওকে মিস করবো। এখন মিথুন, ইমরুল যারা আছে, তারাও ভালো। ইমরুল অনেক খেলেছে। মিথুন এখনো তরুণ। অভিজ্ঞতা না থাকলেও সে এরকম চাপ নিতে পারবে। এজন্য সে দলে আছে । আমার মনে হয় না এগুলো নিয়ে কোনো সমস্যা আছে।’
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম। ছয় ম্যাচ খেলে ২৬৭ রান করেন তিনি। তবে সাম্প্রতিক ফর্ম বিচারেই নয়, বরাবরই বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফরমার এ ড্যাশিং ওপেনার। টেস্ট এবং ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম। টি-টোয়েন্টিতেও সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক তিনি।
এশিয়াকাপে ওপেনিংয়ে তামিম না থাকায় সৌম্য সঙ্গে থাকবেন অভিজ্ঞ ইমরুল অথবা নবাগত মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে সিরিজের পর এদের নিয়ে আবারো কোন পরীক্ষা নিরীক্ষা করবেন কি না জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘পরীক্ষার কথা যেটা বললেন, সেটা ওই সময়ে দরকার ছিল। এখন এ পর্যায়ে সেই সুযোগ নেই। এখন আমরা এমন একটা টুর্নামেন্টে যাচ্ছি যেটা শুধুমাত্র এ টুর্নামেন্টেই না বিশ্বকাপের জন্যেও গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখানে পরীক্ষার কোনো সুযোগ নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন