তামিমকে রমিজ রাজার এ কেমন প্রশ্ন! (ভিডিও)
পাকিস্তান সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছেন তামিম ইকবাল। তার ব্যাটে চড়ে দুই ম্যাচেই জিতেছে পেশোয়ার জালমি।
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি তামিম। তবে শনিবার দ্বিতীয় ম্যাচে তামিমের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমকে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার করা একটি মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয় রমিজ রাজাকে। তিনি অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করে ডাকেন তামিমকে।
অতিথিদের কাছ থেকে পুরস্কার নিয়ে তামিম কথা বলতে গেলে সবাইকে অবাক করে দিয়ে রমিজ বলে ওঠেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজিতে বলবে? নাকি…?’ তামিম বুঝিয়ে দেন, তিনি ইংরেজিতেই কথা বলবেন। এরপর ইংরেজিতেই কথা হয় দুজনের।
তবে রমিজ রাজার এমন আচরণকে বিস্ময়করই বলা যায়। তামিমের ইংরেজি জ্ঞান নিয়ে তো রমিজের সন্দেহ থাকার কথা নয়। আগেও তামিমের সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও তামিমকে কম দিন ধরে দেখছেন না। এরপরও তামিমকে রমিজের এমন প্রশ্ন বিতর্কের জন্ম দিয়েছে।
আগের দিন সাকিব আল হাসানের সঙ্গেও একটি ‘কাণ্ড’ ঘটিয়েছিলেন রমিজ। করাচি কিংসের প্রথম ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন সাকিব, কিন্তু পুরস্কার বিতরণীতে রমিজ সাকিবের জায়গায় ডেকে বসেন লেন্ডল সিমন্সকে। অবশ্য সঙ্গে সঙ্গেই ‘ভুল’ শুধরে নিয়ে সাকিবকে ডেকেছিলেন। কিন্তু বারবার বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গেই কেন এমন আচরণ করবেন রমিজ?
https://youtu.be/10evm69aUZA
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন