তামিমকে হতাশ করেছেন তাসকিন

জাতীয় দলের পরিপক্ক বোলার তাসকিন আহমদের কাণ্ড এটি। তামিম ইকবাল খানের মাথাই নষ্ট করে দিলেন তাসকিন আহমদ!
মঙ্গলবার মিরপুরের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় শেখ জামাল ও আবাহনি। প্রথম ম্যাচে বড় জয় পায় তামিম নেতৃত্বধীন আবাহনি।
দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নব্বই রান করেন তামিম। কিন্তু এই রানের স্বাদ নিতে দেননি তাসকিন! তামিম ইকবালকে হতাশ করেছেন তাসকিন আহমদ।
শেখ জামালের টার্গেট ছিল ২৮৮ রান। এই রান তাড়া করতে গিয়ে আঘাত কম পায়নি শেখ জামাল। শেষের দিকে ম্যাচটা উঁকি দিচ্ছিল আবাহনির দিকে।
তামিম ইকবাল বল তুলে দেন পরীক্ষিত তাসকিনের হাতে। তাসকিন ভালোই বল করেন। শেষ বলে শেখ জামালের জয়ের জন্য দরকার ছিল ৫ রানের।
মুক্তার আলীই লজ্জায় ডুবান তাসকিনকে। তাসকিনের শেষ বলে লম্বা ছক্কা হাঁকান মুক্তার আলী। তাসকিনের প্রতি তামিমের তাৎক্ষণিক ভঙ্গিটা ছিল চোখে পড়ার মত।
তামিম যে তাসকিনের উপর কতটা ক্ষুব্ধ সেটাই চোখে পড়ে। তামিমের মাথাই যেন নষ্ট করে দিলেন তাসকিন। সংবাদ সম্মেলনেও আসে এই বিষয়।
তখন আবাহনির অধিনায়ক তামিম ইকবাল বলেন, শেষ বলে তাসকিনের মত বোলারের কাছ থেকে শেষ বলে ওইভাবে ছক্কা খাওয়া আশা করিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন