তামিমদের সাবেক গুরু এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ
বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাভোদের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ক্যারিবীয় ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করবেন স্টুয়ার্ট ল। গত বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়ে ফিল সিমন্সকে। ২০১৫ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব দেওয়া হয় সিমন্সকে। তবে শুরু থেকেই নানা বিষয়ে বোর্ডের সঙ্গে মতানৈক্যে জড়ান তিনি। শ্রীলঙ্কা সফরের সময় দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন সিমন্স। এই কারণে বোর্ড নাখোশ ছিল তার ওপর। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও বোর্ডের সমালোচনা করেন তিনি। এই কারণে তাঁকে অপসারণ করে ক্যারিবীয় বোর্ড।
তখন থেকেই কোচের সন্ধানে ছিল দলটি। শোনা যাচ্ছিল, জিমি অ্যাডামসকে কোচ হিসেবে পেতে চায় বোর্ড। তবে রাজি ছিলেন না অ্যাডামস। এর পরই স্টুয়ার্ট ল’র সঙ্গে আলোচনা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কোচিংয়ে বেশ ভালোই অভিজ্ঞতা আছে স্টুয়ার্ট ল’র। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১১-১২ মৌসুমে প্রায় ১০ মাস তামিম-সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত কারণে জাতীয় দল ছেড়ে দেশে যাওয়ার পর ২০১৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিপিএলে খুলনা টাইটান্সের কোচের দায়িত্ব পালন করেন স্টুয়ার্ট ল।
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে দারুণ খুশি ল। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং একটা দায়িত্ব। দলটির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন