তামিমের অর্ধশতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ রানেই বাংলাদেশ হারিয়েছিল দুটি উইকেট। তবে তৃতীয় উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। সামলে নিয়েছেন প্রাথমিক ধাক্কা। তামিম পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ১১৯/২।
প্রথম ইনিংসে শুরুটা সতর্কভাবেই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১৩ ওভার কাটিয়েছেন নির্বিঘ্নেই। বেশ দৃঢ়তার সঙ্গেই ব্যাটিং করছিলেন। তিনটি চার মেরে ইমরুল করেছিলেন ২১ রান। কিন্তু ১৪তম ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়েছেন মইন। দ্বিতীয় বলে বোল্ড করেছেন ইমরুলকে। দুই বল পরে রানের খাতা না খুলতেই সাজঘরের পথ ধরেছেন মুমিনুল হক। তবে ঘরের মাঠ চট্টগ্রামে দারুণ ব্যাটিং করছেন তামিম। অপরাজিত আছেন ৫৫ রান করে। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৩৮ রান নিয়ে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের সাত উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাত্র ১৪ ওভার ব্যাটিং করেই বাকি তিনটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস এসেছে মইন আলীর ব্যাট থেকে। ৫২ রান করেছেন জনি বেয়ারস্টো। ৪০ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।
অভিষেক টেস্টেই দারুণ বোলিং করে নজর কেড়েছেন মেহেদি হাসান মিরাজ। ৮০ রানের বিনিময়ে নিয়েছেন ছয়টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন