তামিমের আবাহনীর কাছে হারল মাশরাফির কলাবাগান
গত বছর জাতীয় দলের অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেলেও ঘরোয়া ক্রিকেটে শুরুটা ভালোভাবে করতে পারলেন না মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তামিম ইকবালের আবাহনীর কাছে ৭ উইকেটে হেরে গেছে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র।
লেগস্পিনার জুবায়ের হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪০ রানেই গুটিয়ে গিয়েছিল মাশরাফির দল। হারটাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮.৩ ওভার ব্যাটিং করেই জয় তুলে নিয়েছে তামিমের নেতৃত্বাধীন আবাহনী। প্রস্তুতি ম্যাচে শতক করলেও আজ কলাবাগানের বিপক্ষে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তামিম। চতুর্থ ওভারে মাত্র ৭ রান করে ফিরে গেছেন রানআউটের ফাঁদে পড়ে। আবাহনীর আরেক ওপেনার অভিষেক মিত্র খেলেছেন ৩২ রানের ইনিংস। ভারতের ক্রিকেটার উদয় কাউলের ব্যাট থেকে এসেছে আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ রান করে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
আবাহনীর জয়ের নায়ক নিশ্চিতভাবেই জুবায়ের হোসেন। দুর্দান্ত বোলিং করে কলাবাগানের ইনিংস প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন এই লেগস্পিনার। মাত্র ৩৪ রানে ছয়টি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জুবায়েরের হাতে। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ৩৭ রান এসেছে তাসামুল হকের ব্যাট থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন