তামিমের ইনজুরিতে দুশ্চিন্তার কারণ নেই
চ্যাম্পিয়ন ট্রফি আর আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাম্পে এক প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহীমের সামনে থেকে দেয়া নেতৃত্ব ও সেঞ্চুরিতে বাংলাদেশ ডিউক অব নরফোকের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়েছিল। তবে ইনজুরির কারণে খেলতে পারেননি টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
দেশ জুড়ে সবারই প্রশ্ন সব সংস্করণের ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি রানের মালিক তামিমের চোট কতোটা দুশ্চিন্তা করার মতো বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য আশ্বস্ত করলেন। তিনি বললেন, এটা গুরুতর কিছু না।
দেবাশীষ জানান, ‘তামিম ইকবালের ইনজুরি সম্পর্কে অফিসিয়ালি এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে আপনাদের কাছ থেকে শুনেছি। আমাদের কাছে বড় ইনজুরি মানে দেশে ফেরার মতো কিছু না হলেও জানানো হয়। ওইখানে হয়তো ওর একটা স্ক্যান হবে। তারপরই হয়তো আমাদের অফিসিয়ালি কিছু জানানো হবে।’
উল্লেখ্য, ইংল্যান্ড গিয়ে প্রথম দিনের অনুশীলনেই পুরনো পিঠের ব্যথাটা আবার অনুভব করতে শুরু করেছেন তামিম ইকবাল। সতর্কতা হিসেবে তাই আছেন পর্যবেক্ষণে। তবে এই ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি দেশ সেরা এই ওপেনারের। এমনটাই জানিয়েছেন খোদ তামিম ইকবাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন