‘তামিমের এমন আউট খুবই হতাশার’

উইকেটরক্ষকের হাতে বল অথচ দৌড় শুরু করলেন তামিম ইকবাল। স্বাগতিক শ্রীলঙ্কার উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েল্লা স্টাম্প ভাঙতে মোটেও সময় নিলেন না। মুহূর্তের খামখেয়ালিতে উইকেট হারালেন দারুণ খেলতে থাকা এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার।
গল টেস্টে দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে তামিমের এই অদ্ভুত রান আউটে খুবই হতাশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমন আউট মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘তামিমের সঙ্গে এখনো আমার কথা হয়নি। তবে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এভাবে আউট হওয়াটা চরম হতাশার। ইনিংসের শুরু থেকেই সে অসাধারণ খেলছিল। কিন্তু হঠাৎ করেই যেভাবে আউট হয়ে গেছে, তা দেখে অন্য সবার মতো আমিও বিস্মিত হয়েছি।’
এই আউটের কারণ ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আসলে ক্রিকেটে মাঝে মাঝে এমন হয়ে থাকে, মাথা কাজ করে না। সেটাকে বলে ‘ব্রেইন ফেড’, অর্থাৎ ক্ষণিকের জন্য কাণ্ড-জ্ঞান লোপ পাওয়া। তামিম তাই হয়েছিল। এটাই ক্রিকেট।’
অবশ্য এর আগে অসাধারণ খেলছিলেন তামিম ও সৌম্য জুটি। শ্রীলঙ্কার বোলারদের আর কোনো সুযোগ দেননি দুই বাংলাদেশি ওপেনার। তবে ৩৬ ওভারে এসে ভুল করে বসলেন তামিম। লেগ সাইডে পিচ করা সান্দাকানের বলটা খেলতে চেয়েছিলেন তবে ব্যাটে লাগাতে পারেননি তামিম। বল গিয়ে জমা হয় ডিকওয়েল্লার গ্লাভসে। কী ভেবে তামিম যেন দৌড়াতে শুরু করলেন অথচ বল তখনো উইকেটরক্ষকের হাতে। নিমেষেই উইকেট ভেঙে দিলেন ডিকওয়েল্লা।
তামিম যখন বুঝতে পেরেছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর সঙ্গে ভেঙে গেল ১১৮ রানের উদ্বোধনী জুটিটা। আউট হওয়ার আগে ৬টি চারে ১১২ বলে ৫৭ রান করেন তামিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন