শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তামিমের পরে রয়েছে সাকিব আল হাছান

আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। তামিম ইকবালের পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে আট হাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। তবে আট হাজারি ক্লাবে পা দেওয়াটাকে আরও স্মরণীয় করে রাখতে পারতেন সাকিব। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে অবিবেচকের মতো শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তিনি। ৪৭ রানের ইনিংসটাকে বড় করতে পারলে বাংলাদেশ পেয়ে যেত একটা বড় লিড। তাতে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভীষণ সুবিধাজনক অবস্থানে থাকতেন তারা।

টেস্ট, ওয়ানডে, টি২০_ এ তিন ফরম্যাটে ২৩০ ম্যাচ খেলে তামিম ইকবালের রান আট হাজার ৪২৭। তিন ফরম্যাটে ২৩৫ ম্যাচে সাকিবের রান আট হাজার ১৩। সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতেও এগিয়ে আছেন তামিম। বাঁহাতি এ ওপেনারের ১৩ সেঞ্চুরির সঙ্গে আছে ৬৫ হাফ সেঞ্চুরি। সেখানে সাকিবের আছে ৯ সেঞ্চুরি এবং ৬৩টি হাফ সেঞ্চুরি। তাদের দু’জনের পেছনে আছেন মুশফিকুর রহিম। তিনি অবশ্য এখনও সাত হাজারই স্পর্শ করতে পারেননি।

তাদের দু’জনের তুলনায় ম্যাচও বেশি খেলেছেন মুশফিক। তবে মোট রান ও সেঞ্চুরিতে পিছিয়ে থাকলেও গড়ে কিন্তু তিন ফরম্যাটেই তামিমের চেয়ে এগিয়ে সাকিব। আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সাকিব। দলের প্রয়োজনে বহু ম্যাচে বুক চিতিয়ে লড়েছেন। অনেক যুদ্ধের পোড় খাওয়া এ সেনার কাছে গতকালও দেশবাসীর তেমন কিছুই চাওয়া ছিল।

টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ তো বারবার আসবে না। সাকিব একটা বড় ইনিংস খেলে দিতে পারলে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দলের বিপক্ষে জয়ের পথটা অনেকটাই প্রশস্থ হয়ে যেত। সাকিবের শুরুটাও ছিল চমৎকার। পরিস্থিতি বুঝে অত্যন্ত ধৈর্যের সঙ্গে ব্যাটিং করতে থাকেন তিনি। লিটন দাসের সঙ্গে তার ৮২ রানের জুটি বাংলাদেশকে বড় লিডেরই স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু লাঞ্চের পর কী যেন হয় সাকিবের। বাঁহাতি স্পিনার জেপি ডুমিনির বলে তিনি কাট করার জন্য ছটফট করতে থাকেন। অল্পের জন্য কয়েকবার বেঁচেও যান।

আরেক স্পিনার সাইমন হারমারের হাত থেকেও রক্ষা পাননি তিনি। তবে সাকিবকে অবিবেচক বলতেই হবে। যে বলে তিনি আউট হন, এর চার বল আগে একই ধরনের শট খেলে বল আকাশে তুলে দিয়েছিলেন। কিন্তু প্রথমবার ভাগ্য ভালো থাকায় বলের কাছে পেঁৗছতে পারেননি ডুমিনি। এর পরও সচেতন হননি সাকিব। ওই ওভারের শেষ বলে আবারও ঠিক একই শট খেলেন তিনি। এবার আর রক্ষা পাননি। আকাশে উঠে যাওয়া বলটি মিড উইকেটে আরামে তালুবন্দি করেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হাফ সেঞ্চুরির সম্ভাবনাটাকেও মাটিচাপা দিয়ে আসেন সাকিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির