তামিমের পর সাজঘরে মুমিনুলও, বাংলাদেশ ৬৬/২
ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এইমাত্র সাজঘরে ফিরলেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান মুমিনুল হক (১)। দলীয় ৬৬ রানে বেন স্টোকসের বলে অ্যালিস্টার কুকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।
শেষ খবর, ১৪ ওভার শেষে ২ উইকেটে ৭৫ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৫১। ২১ রান নিয়ে ইমরুল ও ৯ রানে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে রয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। বিনা উইকেটেই ৬৪ রান তুলে ফেলেন তামিম-ইমরুল। এর পরই ঘটে বিপত্তি। দলীয় ৬৫ রানে জাফর আনসারির বলে কুকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ফেরার আগে আশা জাগানিয়া ৪০ রান করেন এ ড্যাশিং ওপেনার।
এর আগে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ২৪ রানের লিড নেয় ইংল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে ২২০ রানের বিপরীতে ২৪৪ রান সংগ্রহ করে ইংলিশরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন