তামিমের ব্যাটে দুর্বার গতিতে এগোচ্ছে আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আজকের (সোমবার) ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও কলাবাগান ক্রিকেট একাডেমী।
নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব আলী ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল খান।
ওপেনিংয়ে ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে জোট বাঁধেন অভিষেক মিত্র। সূর্য-মেঘের লুকোচুরি এবং ভ্যাপসা গরমেও দুইজনকে বেশ দায়িত্বশীল ব্যাটিং করতে দেখা যাচ্ছে।
এখন পর্যন্ত তামিম ইকবালের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ এবং মিত্র এর ব্যাট থেকে আসে ৩৪ বলে ২০ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর স্কোর বোর্ডে যোগ হয়েছে ১১.৪ ওভারে ৬১ রান।
এদিকে ম্যাচের আগে প্রথম জয়ের খোঁজে থাকা কলাবাগানের খেলোয়াড়রা আবাহনীর বিপক্ষে জ্বলে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে তামিমের আবাহনী আগের ম্যাচে হেরে যাওয়ায় কলাবাগানের বিপক্ষে ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরে আসতে চায়।
সুপার লিগে খেলার আশা প্রায় শেষ কলাবাগান ক্রিকেট একাডেমির। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে জয়ের বিকল্প নেই আবাহনীর। তামিমের আবাহনী যে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে তা বলাই যায়।
সপ্তম রাউন্ডের আজকের অনান্য খেলা গুলোয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নাসির হোসেনের প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে সাব্বির রহমানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সৌম্য সরকারের লিজেন্ডস অব রূপগঞ্জ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন