তামিমের সঙ্গী এবার ক্রিস গেইল!

শিরোনাম দেখে ভড়কে যাওয়ারই কথা। দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসেবে এখন নিয়মিত ওপেন করছেন সৌম্য সরকার। সেখানে ক্যারিবীয় দানব ক্রিস গেইল আসলেন কোথা থেকে? এটাই সত্যি! কারণ গত বিপিএল এ বরিশাল বুলসে খেলা ক্রিস গেইল এবার চুক্তিবদ্ধ হয়েছেন তামিমের চিটাগং ভাইকিংসের সাথে।
আগামী নভেম্বরের ৪ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ২০১৬-১৭ মৌসুমের বিপিএল আসর। আগামী ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফটসের আগে এখনও পর্যন্ত মোট ৩১জন বিদেশি ক্রিকেটার বিপিএল এ চুক্তিবদ্ধ হয়েছেন। তামিমের দলের সঙ্গে এবার সর্বমোট ৫ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গেইল। গেলবারের আসরে বরিশাল বুলসের হয়ে ৪ ম্যাচে ১৩৯ রান করেছিলেন গেইল।
২০১৩ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১২টি ছক্কা মেরেছিলেন গেইল। যা এখনও পর্যন্ত বিপিএল এর কোন ক্রিকেটারের এক ম্যাচের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। বিপিএলএর সব আসর মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন গেইলের দখলে। দশ ম্যাচ খেলে তিনি হাঁকিয়েছেন ৫০টি ছক্কা! যার পাশে বাউন্ডারির সংখ্যা নগন্যই মনে হবে। মাত্র ৩৫টি।
২০১২ থেকে ২০১৫ পর্যন্ত ১০ ম্যাচের ১০ ইনিংসে গেইলের বিপিএল গড় ৭৭.২৮! যা এখনও পর্যন্ত সবার উপরে। পাশাপাশি ১৮৬.৫৫ স্ট্রাইক রেট নিয়ে সবাইকে ছাড়িয়ে সেই ক্যারিবীয় দানব। এবার তিনি সবকটি ম্যাচ খেললে এই রেকর্ড কোথায় গিয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। তাকে সঙ্গী হিসেবে পেয়ে নিশ্চয়ই আগের মেজাজে ফিরে যাবেন হাল আমলে ঠান্ডা মাথার ব্যাটসম্যান বনে যাওয়া তামিম। দেশের মাটিতে দুই ওপেনারের ব্যাটিং তান্ডব দেখার জন্য এবার শুধুই অপেক্ষার পালা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন