তামিমের ৭৪ এর পরও চিটাগংয়ের মাত্র ১৩৪
টানা তৃতীয় ফিফটি করলেন তামিম ইকবাল। চিটাগং ভাইকিংসের অধিনায়ক এবার খেললেন ৫৯ বলে ৭৪ রানের ইনিংস। তার ইনিংসের ওপর ভর করেই হেভিওয়েট লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বোলারদের হাতে কিছু রান দিতে পেরেছে চিটাগং। ৬ উইকেটে ১৩৪ তাদের। এটাকে তারায় ঠাসা ঢাকার ব্যাটিংয়ের সামনে কতোটা লড়ার মতো পুঁজি বলা চলে তা নিয়ে সংশয় থেকেই যায়।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ছুটির এই দিন শুক্রবারের সন্ধ্যায় গ্যালারি ছিল ঠাসা। দুই হাই প্রোফাইল দলের লড়াই দেখতে এবারের বিপিএলের সর্বোচ্চ দর্শকের সমাগম হলো। ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে তামিমের চিটাগংকে ব্যাটিংয়ে পাঠানোয় দর্শকদের খুশি হওয়ার কথা। কারণ, ম্যাচটা শুরু করা গেল ক্রিস গেইলের ব্যাটিং দেখে।
কিন্তু একি! প্রথম ৫ ম্যাচ কোনোভাবে খেলে ১। ষষ্ঠ বলটা স্বদেশী আন্দ্রে রাসেলের। সাকিবকে ক্যাচ দিয়ে মাঠের বাইরে হাটেন গেইল। টি-টোয়েন্টির সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানের এমন বিদায়ে চিটাগংয়ের দর্শকরা চুপ। ক্যারিবিয়ানদের ম্যাচ যেন এটি! এনামুল হক (০) হলের প্রথম ম্যাচ খেলতে নামা হনসফোর্ড বিটনের শিকার। ১৭ রানে ২ উইকেট থেকে ৩৩ এ গিয়ে তৃতীয় উইকেট হারায় চিটাগং। এবার জহুরুল ইসলামকে শিকার করেন ডোয়াইন ব্রাভো।
দারুণ বিপদ। এক প্রান্ত ধরে রেখেছিলেন তামিম। পাকিস্তানি শোয়েব মালিককে নিয়ে প্রতিরোধ গড়েন। কিন্তু ১০ ওভারে ৪৫ রান চিটাগংয়ের! কোথায় রানের ফুলঝুরি হবে। সেখানে প্রথম ৬০ বলে একটা ছক্কাও নেই।
কিন্তু এরপর হাত খোলেন তামিম। ছক্কা আসে। ব্রাভোকে টানা দুই বলে সীমানার ওপারে পাঠান। রান ছুটতে থাকে। ওভারে ৯ এর বেশি রান। হয়ে যায় শোয়েব ও তামিমের ৮৬ রানের জুটি। তার আগে ৪৫ বলে ফিফটি হয়েছে তামিমের। এবারের আসরে এটি তার পঞ্চম ফিফটি।
যখন মনে হচ্ছে আরো ঝড় উঠবে তখন আবার ক্যারিবিয়ান আঘাত। পরপর দুই বলে যথাক্রমে ফেরেন শোয়েব ও তামিম। হনসফোর্ড তার দ্বিতীয় শিকার বানান ২৫ বলে মূল্যবান ৩৩ রান করা শোয়েবকে। পরের বলটি ব্রাভোর। রাসেল ক্যাচ নিলেন। তামিম ফেরেন। মোহাম্মদ নবি ছিলেন। কিন্তু ওই ওভারের পঞ্চম বলে ব্রাভো শূণ্য হাতে ফিরিয়ে দেন আফগান ব্যাটসম্যানকেও।
১৭ ওভারে ৪ উইকেটে ১১৯ থেকে হঠাৎই ধ্বংসস্তুপ চিটাগংয়ের ইনিংস! মাত্র ৬ বলের মধ্যে সেরা তিন ব্যাটসম্যান নেই। ৬ উইকেটে ১২১! শেষ দুই ওভারে রাসেল ও সাকিব চাপ ধরে রাখলেন। বেশিদূর আর যাওয়া হলো না চিটাগংয়ের। প্রসঙ্গত, এবারের আসরে প্রথম দেখায় চিটাগংকে চট্টগ্রামে হারিয়েছে ঢাকা। এটা তাই তামিমদের প্রতিশোধের ম্যাচ হলেও চিটাগংয়ের পুঁজিটা বেশ ছোটই হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন