‘তামিম অসাধারণ ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে’

চিটাগং ভাইকিংসের সঙ্গে প্রথম মুখোমুখিতে মাহমুদউল্লার খুলনা টাইটান্স অসাধারণ জয় তুলে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় মুখোমুখিতে পারেনি মাহমুদউল্লাহর দল।
মঙ্গলবার ৫ উইকেটে হেরেছে খুলনা টাইটান্স। দলের পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন মাহমুদউল্লাহ।
পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেন, ‘তামিমের ক্যাচ ছেড়েছি আমরা। কিন্তু পরবর্তীতে তামিম অসাধারণ ব্যাটিং করে ম্যাচ বের করে এনেছে। দলকে জিতিয়েছে।’
আগে ব্যাটিংয়ে নেমে খুলনা ৮ উইকেটে ১৩১ রান তুলে। জবাবে চিটাগং ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তামিমের চিটাগং। ব্যাট হাতে তামিম একাই খেলেন ৬৬ রানের ইনিংস।
ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আমরা ব্যাটিং ভালো করিনি। তবে বোলিংয়ের শুরুটা ভালো ছিল। উইকেট তুলে নিয়েছি পাশাপাশি রানআউটও করেছি। তবে মোমেনটাম ধরে রাখতে পারিনি। আমাদের হাতে এখনো ২টি ম্যাচ আছে। ঢাকা ও কুমিল্লার বিপক্ষে ম্যচে আমাদেরকে ভালো করতে হবে।’
খুলনা টাইটান্সের ব্যাটিং ব্যর্থতা শুরু থেকেই। ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর ক্ষোভ কোনোভাবেই কমছে না, ‘প্রতিটি ম্যাচে এভাবে ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ব্যাটসম্যানদের বারবার সুযোগ দিচ্ছি। কিন্তু ওরা পারছে না। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা। এভাবে চলতে থাকলে পরবর্তী ধাপে ভালো করা কঠিন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন