তামিম ইকবাল একজন রাজপুত্র
আমি সাকিব কে নিয়ে অনেক লেখা লিখছি। তামিম কে নিয়ে অত টা কখনো লেখা হয়নাই ! সাকিব-তামিম বেস্ট ফ্রেন্ড হইলেও সবসময় আমার তামিম এর প্রতি কেন জানি মাঝে মাঝে হিংসা হয়।
কেন? এই যেমন দুই ইনিংস মিলে তামিম ১৩১ রান করে টপকে গেলেন সাকিবকে। সাকিবের ১৩১ রান আর ছয় উইকেটের পরও হয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচ। আজ তো তাই তামিমকে নিয়ে লিখতেই হচ্ছে।
একটা অপরিচিত মানুষ যখন এসে ভাল কিছু করে জনপ্রিয় হয়ে যায়, সেটা যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট মনে হয় খেলা শুরু করার আগের থেকে ভাল কিছু করতেই হবে – এই প্রত্যাশার চাপটা কাঁধে নিয়ে খেলতে শুরু করা!
আর কি সুন্দর করেই না এই প্রত্যাশাটা পূরন করলেন তামিম ইকবাল! এক লেখায় পড়ছিলাম নাফিস ইকবাল এর গায়ে তামিম এর শট থেকে বল এসে লেগেই যেই ইনজুরি হয় তাতেই নাকি প্রায় শেষ হয়ে যায় নাফিসের ক্যারিয়ার !
কি বিশাল একটা অপরাধ বোধ নিয়েই না সেই নাফিসের অভাব বুঝতে দিলেন না তামিম ইকবাল ! হয়তোবা সেদিনই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এই দেশের সমস্ত ওপেনার কে ছাড়িয়ে যাওয়ার ! তা না হলে লর্ডসে সেই ৯৭ এ থেকে সেরকম একটা শট খেলে চার মেরে সেঞ্চুরি করার সাহস হয় কীভাবে অতটুকুন ছেলের? অথবা ঠিক এরপরেই ওল্ড ট্রাফোর্ডের সেই সেঞ্চুরিটা?
কত রাগ কত সমালোচনার মুখোমুখি হয়েছিলেন সেই অফ ফর্মে থাকা সময়টায় ! অথচ সেই সমালোচনার জবাব তিনি ঠিকই দিয়েছিলেন পরপর ৪টা ৫০ করে ! আর বাংলাদেশ দলের এত জয় আর উন্নতিতে নিশ্চয়ই তাঁর অবদান কাউকে মনে করিয়ে দিতে হবে না !
মাশরাফি যদি বাংলাদেশের পরশপাথর হন যাঁর ছোঁয়ায় বাংলাদেশ দল স্বর্ণতে পরিণত হয়েছে, সাকিব যদি বাংলাদেশ দলের রাজা হয়ে থাকেন তবে তামিমও রাজপুত্রের চাইতে কম নয় !
এর আগের ১৯মার্চ গুলো ছিল বেদনাময় ! ২০১১ তে এই দিনেই দেশের মাটিতে ৭৮ এর লজ্জায় পড়তে হয়েছিল ! ২০১৫ তে এই দিনেই ভারতের লজ্জাজনক প্রতাড়নার শিকার হয়ে ছিটকে পড়তে হয়েছিল বিশ্বকাপ থেকে !
এবার বুঝি নিজের জন্মদিনকে আনন্দময় করে তোলার দায়িত্ব তাই নিজের উপরই নিয়ে নিলেন তামিম ! দিনশেষে সেঞ্চুরির আক্ষেপটা তবু হয়তো একটু পোড়াবে তবে শততম টেস্ট জয়ের নায়ক হয়ে তামিম ইকবালের জন্মদিন যে এবার ভালো যাবে তা বলার অপেক্ষা রাখেনা !
তামিমের জন্মদিনে ঠিক বাংলাদেশ দলের ক্রিকেট টারও পুনর্জন্ম হল ! এখন থেকে কোন ১৯ মার্চ অথবা অন্য কোন দিন হয়তোবা আর কাদাবে না এদেশের ক্রিকেটপ্রেমীদের !
রাজপুত্র আমাদের ক্ষমা করবেন আপনাকে দেয়া সকল আঘাতের জন্যে । শুভ জন্মদিন, তামিম ইকবাল খান। আশা করি, সামনে আপনাকে নিয়ে যত সমালোচনা হবে, সব কিছুর জবাবই দেবেন ব্যাট হাতে।-খেলাধুলা
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন