তামিম চৌধুরীই ছিলেন নব্য জেএমবির প্রধান : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, তামিম চৌধুরীই ছিলেন বাংলাদেশে নব্য জেএমবির প্রধান। তিনি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মারা গেছেন। এ ছাড়া সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন আইজিপি।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার তীর্থস্থান লাঙ্গলবন্দের রাজঘাটে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইজিপি। এর আগে দুপুরে সোনারগাঁও উপজেলার ভাটি বন্দর গ্রামে পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেন শহিদুল হক।
লাঙ্গলবন্দের রাজঘাটে পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকরা আইজিপিকে নানা প্রশ্ন করেন। এ সময় জঙ্গিদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজনৈতিক সম্পৃক্ততা তো দেখি না। আমরা দেখি জঙ্গিরা নিজেরাই সেলফ মোটিভেটেড। তারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ওয়েবসাইট এগুলি যে ধরনের প্রচারণা করে, অপপ্রচার- ধর্মের নামে বিকৃত ব্যাখ্যা, খণ্ডিত ব্যাখ্যা – ওগুলো দ্বারাই ম্যাক্সিমাম তাঁরা উদ্বুদ্ধ হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘বাংলাদেশে প্রধান কে বলতে পারব না। তবে তামিম চৌধুরী, আমাদের জানামতে তামিম চৌধুরীই ছিল নব্য জেএমবির প্রধান। সে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মারা গেছে।’
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান অবশ্যই চলমান থাকবে। আরো জোরেশোরে পালিত হবে। আমাদের পুলিশের অনেক কাজ, হাজারো কাজ। তার মধ্যে আমরা এখন এই জঙ্গিবিরোধী অভিযানকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে কাজ করতেছি।’
আইজিপি বলেন, ‘প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী সবাই কাজ করেতেছে। আর জঙ্গিদের বিরুদ্ধে আমরা শুধু পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনী না, সকল শ্রেণি, সকল পেশার জনগণকে, সকল বয়সী জনগণকে আমরা সম্পৃক্ত করেছি। এমনকি ইসলারী চিন্তাবিদ যাঁরা, ধর্মীয় বিষয়ে যাঁরা আছেন- বিশেষ করে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম তাঁরাও আমাদের সাথে আছেন। ইসলামে যে জঙ্গিবাদের স্থান নাই, তা প্রচার করতে শুরু করেছেন তাঁরাও। যার কারণে বাংলাদেশে যাঁরা জঙ্গিবাদে বিশ্বাস করেন, তাঁদের প্রতি মেসেজ চলে গেছে বাংলাদেশে কখনো জঙ্গিবাদের জায়গা হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন