রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘তামিম ভারতের বিপদের কারণ হতে পারে’

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশের সেরা পারফরমার তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে দলকে একাই টেনে নেওয়া এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ভালো করতে পারেননি।

গত ম্যাচের হতাশা কাটিয়ে উঠতে তামিম ইকবাল নিশ্চয় চাইবেন কোনো বড় ইনিংস খেলতে। আর এটাই হতে পারে সেমিফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। তামিমই ভারতের বিপদের কারণ হতে পারে। এমনটি বলেছেন,সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ-ভারত লড়াইয়ের আগে চারদিকে যে উত্তাপ, সেটি থেকে যেন ১০০ হাত দূরে থাকতে চাইছেন দুই দলের খেলোয়াড়েরা। যদিও আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিরাট কোহলি যেমন প্রশংসার বৃষ্টিতে ভাসিয়ে গেলেন বাংলাদেশকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ‘বিরাট’ ধন্যবাদ দিলেন কোহলিকে। উত্তেজনার আবহে যেন শান্তির গান বাজছে এজবাস্টনে!

কোহলির কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশ গত দুই বছরে যেভাবে খেলছে, ভারতকে কাল দোর্দণ্ড প্রতাপে চ্যালেঞ্জ জানাবে তারা? উত্তরে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘নিজেদের দিনে বাংলাদেশ ভয়ংকর দল।’ কোহলির এই স্তুতি-প্রসঙ্গ উঠল মাশরাফির সংবাদ সম্মেলনেও।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বললেন, ‘প্রথমে ধন্যবাদ বিরাটকে। হ্যাঁ, সত্যি বলতে কি, জানি নিজেদের দিনে আমরা যেকোনো কিছু করতে পারি। বিষয় হচ্ছে, আমরা এমন একটা দল, নিজেদের আরও উন্নতির চেষ্টা করছি। প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। জানি না ফল কী হবে, যদি আপনি একবার ভালো খেলতে পারেন, তবে সবকিছু বদলে যেতে পারে। শেষ ম্যাচেও দেখুন, রস (টেলর) ও (কেন) উইলিয়ামসন ভালো ব্যাটিং করেছে। তবে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এটাই আসল কথা। মাঠে কখনো হাল ছাড়া যাবে না।’
আপাতত চোখের সামনে সেমিফাইনাল। কিন্তু এটাও ঠিক, ফাইনাল থেকে বাংলাদেশ মাত্র এক ম্যাচ দূরে। ভারতকে পেছনে ফেলে মাশরাফিরা পারবেন স্বপ্নের চৌকাঠে পা রাখতে? আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশ এই পর্যায়ে আগে কখনো খেলেনি। এই পর্বে রোমাঞ্চ যেমন আছে, একটা শিরশিরে অনুভূতিও আছে। ভারতের কাছে হারলে বিষণ্নতা যেমন ছুঁয়ে যাবে, আবার জিতলে বাংলাদেশ হবে আনন্দপুরী!

স্বপ্নের দরজায় কড়া নাড়তে থাকা মাশরাফি তাই চাপকে দূরে সরিয়ে রাখতে বলছেন, সেমিফাইনালকে নিচ্ছেন আরেকটা ম্যাচ হিসেবে, ‘প্রথম কথা, জীবনে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে যাচ্ছি। আমার মনে হয় ভারত আমাদের চেয়ে বেশি চাপে আছে। আমাদের চেয়ে তাদের জনসংখ্যা বেশি। ভারত ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। অবশ্য বাংলাদেশেও তাই। দুই দলের প্রত্যাশা অনেক। তবে এটা ক্রিকেট খেলা, যে ভালো খেলবে সে জিতবে। তবে হ্যাঁ, এটাকে সেমিফাইনাল হিসেবে নিলে চাপটা জেঁকে বসবে। যদি আরেকটা ম্যাচ হিসেবে দেখেন, চাপ অনেকটা সরে যাবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা