তামিম-সাকিবদের ঘায়েলের ষড়যন্ত্রে নিউজিল্যান্ড কোচ
আগামী ২৬ শে ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড মিশন। তবে এ সিরিজে টাইগারদের জন্য অনেকটাই চ্যালেঞ্জ হবে জানিয়ে দিয়েছেন কিউই কোচ মাইক হেসন।
মাইক হেসন কেবল টাইগারদের চ্যালেঞ্জের ছুয়েই দিন নিন। তিনি পেস দিয়েই বাংলাদেশকে হারানোর পরিকল্পনার আঁটছেন। গতিশীল পেস বোলিং দিয়েই তামিম-সাকিবদের ঘায়েলের ষড়যন্ত্রে বসেছেন কিউইবার এই কোচ।
ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টিম সাউদি আর কলিন ডি গ্রান্ডহোম। নিউজিল্যান্ডের হোম কন্ডিশনে ব্যাটসম্যানদের শিড়দাঁড়াটা শীতল করে দেবার জন্য এই কয়েকটি নামই যথেষ্ট।
তার ওপর জেমস নিশামও হাত ঘোরাতে সিদ্ধহস্ত। খুব প্রয়োজন না হলে স্যান্টনারকে হাত ঘোরাতে হবে বলে মনে হচ্ছে না। বিষয়টা টাইগার ক্রিকেটারদের জানাই ছিল।
তবে শেষ ওয়ানডে ও প্রথম টি২০ ম্যাচে থাকবেন না ট্রেন্ট বোল্ট আর পুরো টি২০ সিরিজটাই মিস করবেন সাউদি। তাই সিরিজটাকে তরুণ বোলারদের জন্য দারুণ সুযোগ বলে মনে করছেন হেসন।
বিশেষ করে লকি ফার্গুসনের ওপর চোখ রাখছেন কিউই কোচ। আর হবেই না কেন। গতি, সুইং আর বৈচিত্র্যের কারণে এখনই তাকে শেন বন্ডের সাথে তুলনা করা হচ্ছে।
হেসন মনে করছেন, বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বেশ ভালোভাবেই ভোগাবেন ফার্গুসন। ম্যাট হেনরিকে নিয়েও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। ২৯ ওয়ানডে খেলা এই বোলারের গড়টা ২৫ হলেও ইতিমধ্যে ৫৬ উইকেট নিয়ে ফেলেছেন তিনি।
সদ্য অভিষেক হলেও পাকিস্তান ও অস্ট্রেলিয়া সফরে দারুণ খেলেছেন গ্রান্ডহোম। তাই না বললেও চলে যে, নিউজিল্যান্ড সফরটা বাংলাদেশের জন্যই বেশ কঠিনই হতে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন