তামিম-সাকিবের জালমিকে দিয়েই পিএসএলের উদ্বোধন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সুপার লিগের দিনক্ষণ চূড়ান্ত। আগামী বছরের (২০১৭) ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের দ্বিতীয় আসর। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল পেশোয়ার জালমিকে দিয়েই হবে পিএসএলের উদ্বোধন। এই আসরের প্রথম ম্যাচে দুবাইয়ে জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।
পিএসএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ওই বছরের ৭ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই।
পিএসএলের দ্বিতীয় আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায়। সেমিফাইনালের লড়াই শেষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পাকিস্তানে ফিরবে তারা। পিএসএলের ফাইনাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হলে আন্তর্জাতিক ক্রিকেট নাকি ওই দেশে ফিরবে। এমনই বিশ্বাস পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের।
পাকিস্তান সুপার লিগের টুইটার পেজে লেখা হয়েছে, ‘এখন সব অপেক্ষার অবসান ঘটলো। এইচবিএল পাকিস্তান সুপার লিগের সূচি ঘোষণা করা হলো।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন