তামিম-সাকিবে ১৫০ পেরুল টাইগাররা

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৮১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা সাকিব ২০ রান নিয়ে ব্যাট করছেন।
দলীয় ২৯ রানে সৌম্য সরকার ১০ রানে আউট হন। এর আগে তামিমের সঙ্গে ৯০ রানে জুটি গড়ে আউট হন সাব্বির। তিনি করেন ৫৪ রান। এরপর মুশফিকুর রহিম নেমে ১ রান করে আউট হন।
শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় শ্রীলংকার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ব্যাট করতে নেমে প্রথম চার ওভারে ২৫ রান তুলে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ও সৌম্য। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এ জুটি।
লংকান পেসার সুরঙ্গা লাকমলের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে দলীয় ২৯ রানে সৌম্য সরকার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। তিনি করেন ১০ রান।
এই ম্যাচে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে অভিষেক হচ্ছে মেহেদি হাসান মিরাজের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন