তামিল সিনেমা দেখে ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন মোদি! (ভিডিও)
তামিল সিনেমা দেখেই কালো টাকা বন্ধের প্রকল্পে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। কেন তিনি হঠাৎ ৫০০ ও ১০০০ টাকা বাজার থেকে তুলে নিলেন? বিষয়টি নিয়ে অনেকের নামই ইতোমধ্যে ভারতীয় বোদ্ধারা আবিষ্কার করেছেন!
এবার কেউ যদি বলে বসেন রজনীকান্তের নাম- তাতে মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ তামিল এই সুপারহিরোর একটি ছবিতে কিছুটা এমনই ঘটেছিল। ছবিটির নাম ‘শিবাজি’। সেখানে দেশ থেকে কালো টাকা উদ্ধারের নানা ফর্মলাু দেখান এ নায়ক।
তবে আরও একটি দক্ষিণী ছবিতে বিষয়টি উঠে আসে। যেটা মোদির সিদ্ধান্তের সঙ্গে অনেকটা মিলে যায়। এ বছর মার্চে মুক্তি পেয়েছিল বিজয় অ্যান্টনির ‘পিছাইকরন’। যেখানে রেডিও স্টেশনের কথাবন্ধু ফোন দেন এক ভিখারিকে। ভিখারির মুখে শোনা গিয়েছিল, ভারতে ঘুষ, কালো টাকা, দুর্নীতির মূলে ৫০০ ও ১০০০ টাকার নোটই দায়ী। এগুলো বাজার থেকে তুলে নিতে বলেন সে ভিখারি।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২ টার পর থেকে বর্তমান সরকার ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত দেয়। যা অনেকটাই মিলে যায় ‘শিবাজি’ ও ‘পিচাইকরন’ ছবি দুটির গল্পের সঙ্গে। ভারতীয়রা সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়ে কিন্তু বেশ সরব এখন। অনেকের হাস্যরসে এখন দক্ষিণীর এ ছবি দুটোও যুক্ত হয়েছে।
https://youtu.be/YPY6tVWFXdU
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন