তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও দু‘আ অনুষ্ঠান অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত দেশ সেরা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় অনুষ্ঠিত হলো ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দু‘আ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুঁথিগত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মোট ১৯ টি ইভেন্টে প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসার সাংস্কৃতিক বিভাগের আহবায়ক, প্রধান মুহাদ্দিস আ,ন,ম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং গভর্ণিং বোডির সভাপতি ড: কাজী মোহাম্মাদ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ বরেণ্য শিক্ষাবীদ মিল্লাত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন। পুরস্কার বিতরণী ও দু‘য়া অনুষ্ঠানের প্রাক্কালে প্রধান অতিথি তার বক্তব্যে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার গৌরবোজ্জল ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ভালো রেজাল্টের সাথে সাথে শিক্ষার্থীদেরকে সহপাঠ্যক্রমিক বিষয়গুলোতে অংশগ্রহণের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানান।
সভাপতি ড: কাজী মুহাম্মাদ ইউসুফ আলী তার বক্তব্যে বর্তমান সময়ের আলোচিত বিষয় ছাত্রী নির্যাতন, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মাদকতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতাবৃদ্ধি এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো: শাহিন হোসাইন
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি হাফেজ মোহাম্মাদ আলাউদ্দীন ও মুহতারাম উপাধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান।
ছাত্র ও শিক্ষক ও বিপুল সুধীবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান শেষে মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের পরিচালনায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ দু‘য়া-মুনাজাত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন