মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারকাখ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন চিত্রনায়ক শাকিব খান !

জেমস ক্যামেরুন এর স্বীকার করতে কোন সমস্যা হয়নি যে তিনি এক সময় ট্রাক ড্রাইভার ছিলেন। শাহরুখ খানের এটা বলতে কোন সমস্যা নেই যে তিনি মুম্বাইতে এসে পার্কের বেঞ্চে ঘুমাতেন আর বন্ধুর কাছ থেকে ২০ টাকা ধার করে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন।

রজনীকান্তের এটা বলতে সমস্যা হয় না যে তিনি একজন বাসের হেলপার ছিলেন। ঢাকায় কনসার্ট এ এসে সাড়ে ২৬ হাজার লোকের সামনে লাইভ অনুষ্ঠানে অক্ষয় কুমারের স্বীকার করতে কোন দুঃখ হয়না যে তিনি এই বাংলাদেশের পুরবানি হোটেলের শেফ ছিলেন।

আসুন এবার জেনে নিই চিত্রনায়ক শাকিব খান কিভাবে এলেন এই চলচ্চিত্র জগতে :–

মূলত নৃত্য পরিচালক আজিজ রেজা শাকিবকে মিডিয়ার দুনিয়ায় নিয়ে আসেন। তাছাড়া শাকিবের জন্য এমন কিছু নেই যা তিনি করেননি। আগে শাকিবের স্বাস্থ্য খারাপ ছিল তাই সে যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে আরো সুন্দর হয়ে ওঠেন এজন্য তিনি এক রেস্টুরেন্ট ভাড়া করেন শাকিবের জন্য। আর সেখানে বলে দেওয়া হয় শাকিব যখন ইচ্ছা এসে যা ইচ্ছা খাবে, বিল সব তিনি পরিশোধ করবেন।

অথচ এই শাকিবই নাকি এখন আজিজ রেজাকে চেনেন না। এমনকি আজিজের বাবা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে শাকিব শুটিং করছিলেন। অথচ খবর পাওয়ার পরেও তিনি আসেননি আজিজের বাবার জানাজায়।

বাকি সবার সাথে শাকিবের পার্থক্য এখানেই যে তিনি সম্ভবত একমাত্র নায়ক, যিনি নিজেকে এক নাম্বার বলে নিজের নামে ছবি বানান ‘নাম্বার ওয়ান শাকিব খান’। কিন্তু অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা ভোলেন না এবং প্রকাশ করতেও লজ্জাবোধও করেন না। আর এজন্যই রজনীকান্ত ইজ রজনীকান্ত আর গুগলে নাম্বার ওয়ান পপুলার স্টার অন দা আর্থ লিখলে শাহরুখ বা অক্ষয়ের এর নাম আসে।

প্রায় এক দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। গ্ল্যামার আর অভিনয়-নৈপুণ্যে হয়ে উঠেছেন ঢালিউড কিং। বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের এক নম্বর নায়কের তকমাটা দখলে রেখেছেন তিনি।
শাকিব
এবার সেই শাকিব খানের বিরুদ্ধেই অভিযোগ, তিনি নাকি ‘অকৃতজ্ঞ’। তারকাখ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন শাকিব। যাদের হাত ধরে একদিন শুরু হয়েছিল চলচ্চিত্র ক্যারিয়ার, তাদেরই ভুলে গেছেন তিনি।

নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন শাকিব। এমনটাই দাবি করেছেন আজিজ রেজা। ২০১৪ সালের শেষের দিকে ফেসবুকে শাকিবকে ‘অকৃতজ্ঞ’ এবং ‘অহংকারী’ বলে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে আজিজ রেজা লিখেছিলেন, ‘কেন মানুষ মানুষের উপকারের কথা স্বীকার করে না? কীসের অহংকার? সে কি জানে না নবাবের নবাবি শেষ হয়ে গেছে। ব্রিটিশের রাজত্ব শেষ হয়ে গেছে। তার আর কত টাকা আছে যে অমর হয়ে থাকবে।’

আজিজ রেজেই সেদিন দাবি করেছিলেন, তার হাত ধরেই ঢালিউডে পা দিয়েছেন শাকিব। আজকের শাকিবের পেছনের সব অবদান তার। কিন্তু শাকিব এখন আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। স্ট্যাটসের পাশাপাশি শাকিব খান ও তার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবিও ফেসবুকে আপলোড করেন রেজা।

পরিবারের অন্যদের সঙ্গে শাকিব খানের ছবিতে রেজা ক্যাপশন দিয়েছেন, ‘এমনি করে ফুলের মতো গাঁথা ছিল আমাদের সংসার। আমার দুই ছেলে, ছোট বোন টুকু, ভাতিজা কাশ্মীর, আমার ছোট রানা এবং বাবা। কখন যে একজন হারিয়ে গেল ছোট ভাইটি, বুঝতে পারলাম না।’

আরও পড়ুন–

পহেলা বৈশাখে আনুষ্ঠানিক ভাবে অপুকে ঘরে তুলছেন শাকিব
স্ত্রী-সন্তানকে শাকিব মেনে নেওয়ায় খুশিতে আত্মহারা হয়ে যা বললেন অপু

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত