তারকাদের অদ্ভূত যতো ডাকনাম
বেশিরভাগ তারকাই মিডিয়া পাড়ায় এসে নতুন নামে পরিচিতি পায়। নতুন পরিচিতির আড়ালে অনেক তারকার ডাকনামই চিরতরে হারিয়ে যায়। কিন্তু পরিবারের সদস্যদের দেয়া সেই নামটি কী ভুলে যাওয়া যায়! বলিউড তারকাদের এমনই অদ্ভূত যতো ডাকনাম নিয়ে করা একটি প্রতিবেদন পাঠকদের জন্য তুলে ধরা হলো-
সোনম কাপুর: হালের সেনসেশন সোনম কাপুর এক স্বাক্ষতকারে বলেছেন, তার বাবা অনিল কাপুর তাকে তাকে ‘জিরাফ’ বলে সম্বোধন করেন। এর কারণ হলো তার উচ্চতা।
শিল্পা শেঠী: শিল্পা শেঠীর ডাকনাম মান্যয়া, কিন্তু তার মা আদর করে ডাকেন ‘বাবুচা’।
অজয় দেবগান: অজয়ের বাবা-মা তাকে রাজু নামে ডাকেন এবং মিডিয়াপাড়ায় এসে তিনি অজয় নাম ধারন করেছেন। যদিও স্ত্রী কাজল তাকে ভালবেসে ‘জে’ বলেই সম্বোধন করেন।
শহীদ কাপুর: বন্ধুমহলে এবং পরিবারে ‘সাশহা’ নামে পরিচিত শহীদ। সম্প্রতি তিনি বিয়ে করেছেন দিল্লির মেয়ে মীরা রাজপুতকে। মীরা অবশ্য তাকে আদর করে ‘সাডু’ বলে ডাকেন।
রণবীর কাপুর: ছেলে রণবীরকে বাবা ঋষি ছোট থেকেই আদর করে ‘চিন্টু’ বলে ডাকেন। কিন্তু এই চিন্টু নাম নিয়ে মহাবিরক্ত রণবীর। অপরদিকে মা নীতু সিং তাকে নাকি ‘রেমন্ড’ বলে সম্বোধন করেন। কারণ নীতু মনে করেন, তার ছেলে রণবীর একজন ‘কমপ্লিট ম্যান’।
প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অনেক নামেই পরিচিত। বাড়িতে তিনি প্রথমে মিঠু নামে পরিচিত ছিলেন। পরে সেই মিঠু হয়ে গেছে মিমি। বাবা-মা তাকে এই নামেই ডাকতেন। স্কুলে এই অভিনেত্রী ‘সানসাইন’ নামে পরিচিত ছিলেন। হয়তো তার সূর্যের মতো দীপ্তির ছটা তখনই বুঝতে পেরেছিলেন শিক্ষক এবং সহপাঠীরা। মিডিয়াপাড়ায় তিনি ‘পিসি’ নামেই বেশি পরিচিত। এর কারণ অবশ্য অভিষেক বচ্চন। অভিষেকই তার নাম দিয়েছিলেন পিগি চপস।
হৃতিক রোশন: পরিবার এবং বন্ধুমহলে ‘ডুগগু’ নামে পরিচিত হৃতিক। যদিও ভক্তরা তাকে ‘এইচআরও’ বলে সম্বোধন করলেই তিনি বেশি খুশি হন।
বিপাশা বাসু: অভিনেত্রী বিপাশা বাসু এক স্বাক্ষতকারে জানিয়েছিলেন তার ডাকনাম ‘বনি’। এর কারণটাও বলেছিলেন তিনি। বিপাশা জানান, তিনি খুব স্বাস্থ্যবান ছিলেন ছোট থেকেই। যদিও মিডিয়াপাড়ায় এবং ভক্তদের কাছে তিনি বিপস, বিপসি, বি, বিপ, বিবি, বিপাশা, বাপু, বাসু, বেবি বাপু, বনা ইত্যাদি বহু নামে পরিচিত। তবে ‘বিপাশা’ নামেই সবচেয়ে বেশি সন্তুষ্ট এই অভিনেত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন