বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারকাদের গোপন তথ্য ফাঁসঃ মিমির প্রেমিক কেড়ে নিলেন শুভশ্রী

দীর্ঘদিন টালিউড সুপারস্টার দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সেনসেশনাল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ওই সময়টায় তাদের বাস্তবের রসায়ন দারুণভাবেই ফুটে ওঠতো রিলেও। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদ। যদিও প্রেমের বিষয়টি দু’জনই সাংবাদিকদের এড়িয়ে গেছেন। ব্রেকআপ হবার পরও তারা এ বিষয়ে মুখ খুলেননি।

বিষণ্ণতা এতোটাই পেয়ে বসেছিল যে, টালিগঞ্জ ছাড়তেই বসেছিলেন শুভশ্রী। তখন দক্ষিণী ছবিতেও নাম লিখেছিলেন। ওই অঞ্চলের ছবির গুণগান গেয়ে কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন ‘আনন্দলোক’-এ বেশ বড় বড় কথাও বলেছিলেন। ভাবখানা এমন যে, বাংলা ছবিতে আর কাজই করবেন না। যদিও ঘটনা ছিল অন্য। কলকাতার বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে চলচ্চিত্র তৈরি বন্ধ করে দেয়। এতে বেশ বিপাকেই পড়তে হয় এ অভিনেত্রীকে।

কিছুটা বিরতি শেষে অবশ্য জিৎ, অঙ্কুশ, ওম ও সাবেক প্রেমিক দেবেরও নায়িকা হয়েছেন এ টালি সুন্দরী। কিন্তু নুসরাত, সায়ন্তিকা, মিমির ভিড়ে শুভশ্রীর চাহিদা যে কমেছে, তা বলার অপেক্ষা রাখে না। সবশেষ টালিউডে মুক্তি পাওয়া দেবের ‘ধূমকেতু’ ও জিতের ‘অভিমান’-এ নিজেকে মেলে ধরতে পারেননি শুভশ্রী। তবে একটা কাজ ভালোই করতে পেরেছেন, এক সময়ের বন্ধবী মিমি চক্রবর্তীর প্রেমিক টালিউড পরিচালক রাজ চক্রবর্তীকে আপন করে নেন।

রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর দীর্ঘ প্রেম ছিল দিনের আলোর মতোই পরিষ্কার। কিন্তু সেখানে হানা দেন প্রেমিকহারা শুভশ্রী। বেশ কিছুদিন ধরে তাকে রাজের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। মিমিও নাকি জানতেন রাজ শুভশ্রীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। তাই নিজে থেকেই ভালোবাসার মানুষটাকে গুডবাই জানান মিমি। পরে অবশ্য এ বিষয়ে কেউই মিডিয়ার সামনে মুখ খুলেননি।

২০১৪ সালেই শুভশ্রীর অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ বাংলাদেশ ও কলকাতায় ভালো ব্যবসা করে। কিন্তু সবশেষ এ বছর তার অভিনীত আরো একটি ছবি বাংলাদেশ মুক্তি পায়। ‘প্রেম কি বুঝিনি’ নামে ছবিটি আলোচনায়তেই আসতে পারেনি। যদিও ছবি মুক্তির আগে ঢাকায় সাংবাদিকদের এ নায়িকা বাংলাদেশে তার লাখ লাখ ভক্ত আছে জানান। ওই ভক্তের অনেকেই নাকি কলকাতায় গিয়ে তার বাড়ির সামনে বসেও থেকেছেন। অথচ ছবি মুক্তির পর ওই ভক্তরা তাকে শান্তি দিতে পারেনি।

এবার ‘নবাব’ নামে আরো একটি ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। এতে জুটি হয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুভশ্রী অভিনীত এখনকার বেশিরভাগ ছবিই অ্যাকশন নির্ভর। নিজেকে মেলে ধরার সুযোগও কম পাচ্ছেন তিনি। অনেকে তো তাকে শোপিস নায়িকাও বলে থাকেন। তবে ক্যারিয়ারের ডুবন্ত সময়ে হিট পরিচালকের সঙ্গে প্রেম এ নায়িকাকে কতোটা টেনে তুলতে পারে, তা সময়ই বলে দেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত